ধর্মমতে একজন মানুষের দৈনিক কার্যাবলী

হিন্দু ধর্মে দৈনন্দিন জীবনযাপনের জন্য নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠান ও নিয়ম-কানুন অনুসরণ করা হয়। এসব কার্যাবলী ব্যক্তিগত ভক্তি, পারিবারিক সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতির ওপর নির্ভর করে। একজন সনাতন(হিন্দুধর্মনুরাগী) ধর্মাবলম্বীর/ধর্মাবলম্বিনীর দৈনিক কার্যাবলী নিম্নের ধাধারাবাহিকভাবে আলোচনা করা হলোঃ একজন সনাতনী নরনারীর দৈনিক সাধারণ কার্যাবলীঃ ১."ওঁ তৎ সৎ”/ হরে কৃষ্ণ বা নিজ ইষ্টদেবতার নাম দিয়ে শুরু করা উচিত হিন্দু ধর্মীয় সকল কাজ শুরুর আগে। ২."ওঁ প্রিয়দত্তায়ৈ ভূম্যৈ নম:" বলুন সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে। ৩.ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে সূর্য প্রণাম মন্ত্র: ওঁ শ্রী সূর্যায় নমঃ। ৪. স্নান করার সময় বলুন- ওঁ গঙ্গে চ যমুনা চৈব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন সন্নিধিং কুরু। পরে- ওঁ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্যেতানি পুণ্যানি স্নানকালে ভবন্ত্বিহ। ৫.গৃহ প্রবেশ মন্ত্র- ওঁ শ্রী বাস্তুপুরুষায় নমঃ। ৬ খাবার আগে- ওঁ শ্রী জনার্দ্দনায় নম: ৭. ঘুমাবার আগে- ওঁ শ্রী পদ্মনাভায় নমঃ। ৮.বিপদে পড়িলে - ওঁ শ্রী মধুসূদনায় নমঃ। ৯.মলমূত্...