গণেশষষ্টোত্তর শতনাম স্তোত্রম্ – ১০৮ নাম সহ পাঠ ও গুরুত্ব

শ্রীশ্রীগণেশ, শিব ও দুর্গা।

গণেশের প্রণাম মন্ত্র-(ও) দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দকণারুণাঃ নিম্নং হরন্তু হেরম্বং চরণাম্বুজরেণবঃ।

ভিন্ন প্রকার-একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।

গণেশের ধ্যান-খর্ব্ব স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং, প্রসান্দম্মদগন্ধ-লুব্ধ-মধুপ-ব্যালোল গণ্ডস্থলম্। দস্তাঘাতবিদারিতারি-রুধিরৈঃ সিন্দুর শোভাকরং, বন্দে শৈলসুতাসূতং গণপাতিং সিদ্ধিপ্রদং কামদম্।।
গণেশষষ্টোত্তর শতনাম স্তোত্রম্
গণেশষষ্টোত্তর শতনাম স্তোত্রম্


মন্ত্র-(ও) গাং গণেশায় নমঃ।

বীজ মন্ত্র-গাং।

গণেশোষ্টোত্তর-শতনাম-স্তোত্রম্


যম উবাচ। গণেশ হেরম্ব গজাননেতি মহোদয় স্বানুভব প্রকাশিন। বরিষ্ঠ সিদ্ধিপ্রিয় বুদ্ধিনাথ বদন্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥১॥

অনেকবিঘ্নান্তক বক্রতুণ্ড স্বসঙ্গবাসিংশ্চ চতুর্ভুজেতি। কবীশ দেবাস্তকনাশকারিন বদস্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥২॥

মহেশসুনো গজদৈত্যশত্রো বরেণ্যসুনো বিকট ত্রিনেত্র। পরেশ পৃথ্বীধর একদন্ত বদস্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥৩॥

প্রমোদ মোদেতি নরান্তকারে যডুর্মিহন্তর্গজকর্ণটুণ্ডে। দ্বন্দ্বারিসিদ্ধো স্থিরভাবকারিন বদন্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥৪॥

বিনায়ক জ্ঞানবিঘাতশত্রো পরেশ শর্ব্বায়জ বিষ্ণুপুত্র। অনাদিপুজ্যাথুগ সর্ব্বপূজ্য বদন্তমেবং তাজত প্রতীতাঃ ॥৫॥

বিধীশ লম্বোদর ধূম্রবর্ণ ময়ূরপালাথ ময়ূরবাহিন। সুরাসুরৈঃ সেবিতপাদপদ্ম বদস্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥৬৷৷

হরিণ্মহাযুধ্বজ শূর্পকর্ণ শিবাজ সিংহস্থ অনন্তবাহ। দিতৌজ বিঘ্নেশ্বর শেষনাতে বদন্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥৭॥

অমোরণীয়ো মহতো মহীয়ো রবের্জযোগেশজ জ্যেষ্ঠরাজ। নিধীশ মন্ত্রেণ চ শেষপুত্র বদস্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥৮॥

বরপ্রদাতগিরিজেশ-সুনো পরাৎপর জ্ঞানদ তারবস্তু। গুহাগ্রজ ব্রহ্মপ পার্শ্বপুত্র বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥৯।

সিন্তোশ্চ শত্রো পরশু প্রয়াণ শমীশপুষ্পপ্রিয় বিঘ্নহারিন। দূর্বাভরৈরর্তিত দেবদের বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১০॥

ধিয়ঃ প্রদাতশ্চ শর্মীপ্রিয়েতি সুসিদ্ধিদাতশ্চ সুশান্তিদাতঃ। অমেয়মায়ামিত-বিক্রমেতি বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১১।

দ্বিধাচতুর্থীপ্রিয় কশ্যপায় বনপ্রদ জ্ঞানপ্রদ প্রকাশ। চিন্তামণে চিত্রবিহারকারিন বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১২৷৷

যশস্য শত্রে হাভিমানশত্রো দৈত্যেয়হস্তঃ কপিলস্য সুনো। বিদেহ সানন্দ অযোগযোগ বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১৩।

গণস্য শত্রো কমলস্য শত্রো সমস্তভাবঞ্জ চ ভালচন্দ্র। অনাদি মধ্যান্তময় প্রচারিন্ বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১৪৷

বিভো জগষুপ গণেশ ভূমন্ পুষ্টেঃ পতেআধুগতেহতিবোধ। কর্তৃশ পাতুশ্চ তু সংহরেতি বদস্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥১৫।

ইদমটোত্তরশতং নাম্নাং তস্য পঠস্তি যে। শৃণ্বস্তি তেষু বৈ ভীতঃ কুরুব্বং মা

প্রবেশনম্ ॥১৬৷৷

ভুক্তিমুক্তিপ্রদং ঢুন্টের্ধনধান্য প্রবন্ধনম্। ব্রহ্মাভূততরং স্তোত্রং জপস্তং নিত্যমাদরাৎ ॥১৭॥

যত্র তত্র গণেশস্য চিহ্নযুক্তানি বৈ ভটাঃ। ধামানি তত্র সংভীতাঃ কুরুধ্বং মা প্রবেশনম্ ॥১৮৷৷

ইতি শ্রীমদস্ত্যে মৌগল্যে গণেশোষ্টোত্তর-শতনাম-স্তোত্রং সম্পূর্ণম্।

শিবের ধ্যান-ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নাকল্লোজলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্। পদ্মাসীনং সমস্তাৎ স্তুতমমরগণ্যৈায়বৃত্তিং বসানং, বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলডয়হরং পঞ্চবস্তুং ত্রিনেত্রম্।

প্রণাম মন্ত্র-ওঁ নমস্তভাং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে। নমঃ পিনাক-হস্তায় বজ্রহস্তায় বৈ নমা। নমন্ত্রিশূলহস্তায়। দণ্ডপাশাংসিপাণয়ে। নমস্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। বাণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায়। কপূরকুন্দ্যলেন্দুজটাধরায় দারিদ্র্য-দুঃখদহনায় নমঃ শিবায়। নমঃ শিবায় শাস্তায় কারণত্রয়হেতবে।কামপুরামরাংগ্লিপম্। গায়ত্রী-তৎপুরুযায় বিরহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর। নমস্যে ত্বাং মহাদেব লোকানাং শুরুমীশ্বরম্। পুংসামপূর্ণকামানাং

জয়দুর্গার ধ্যান-কালাভ্রাডাং কটাক্ষেররিকুলভয়দাং মৌলিবর্ভেদুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুয়হস্তীং ত্রিনেত্রাম্। সিংহডন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পুরয়ন্তীং, ধ্যায়েন্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিবৃত্যাং সেবিতাং সিদ্ধিকামৈঃ।

প্রণাম মন্ত্র-ও সকামঙ্গলমঙ্গল্যে শিবে সর্ব্বার্থ সাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।

• স্ত্রী এবং শূদ্রগণ প্রণব ( ওহম্) স্থলে নমঃ উচ্চারণ করিতে হইবে।


গণেশের ১০৮টি নাম 


গণেশের ১০৮টি নাম হিন্দুধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। এই নামগুলি বিভিন্ন স্তোত্র ও পূজায় ব্যবহৃত হয়। নিচে গণেশের ১০৮টি নামের একটি তালিকা দেওয়া হলো:


বিনায়ক    বিঘ্ননাশ      গণেশ         গণপতি           একদন্ত

হেরম্ব      লম্বোদর      সিদ্ধিদাতা      বিকট             বিঘ্নহর্তা

গজানন    মোদকপ্রিয়   শূরপকর্ণ       কপিল            ধূম্রকেতু

বালচন্দ্র     বকত্ৰ        সুমুখ        দ্বৈমাতুর           অব্যয়

প্রথমপূজ্য  অমিত       অখণ্ড        অলম্পট          অবিনাশী

অনন্ত     অভয়ঙ্কর     অভয়দাতা     অদ্বিতীয়          অগোচর

অজ      অক্ষয়        অমর        অনাদি           অনন্তরূপ

অপূর্ব     অভেদ্য      আদিদেব      আনন্দ           আত্মারাম

অভিরাম   অভিরূপ    বিরূপাক্ষ       বিশ্বম্ভর          বিশ্বেশ্বর

বিশ্বাত্মা    বিশ্বপতি    বিশ্ববন্দ্য       বিশ্বস্রষ্টা          বিশ্বগ্রাস

বিশ্বপ্রিয়    বিশ্বরূপ    বিশ্বনাথ        বিশ্বেশ         ব্রহ্মণ্যদেব

ব্রহ্মস্বরূপ   ব্রহ্মচারী    ব্রহ্মবাদী       ব্রহ্মপ্রিয়         ব্রহ্মদাতা

ব্রহ্মময়     ব্রহ্মনিষ্ঠ     ব্রহ্মজ্ঞ       ব্রহ্মতত্ত্ব         ব্রহ্মনিধি

ব্রহ্মরূপ     ব্রহ্মেশ   ব্রহ্মাণ্ডবাসী    ব্রহ্মাণ্ডনাথ         ব্রহ্মাণ্ডেশ

চিন্তামণি   চিদানন্দ    চিদঘন       চিদাকাশ         চিদানন্দময়

চিদ্রূপ      চিত্তেশ     দয়ালু       দেবদেব           দেবেশ

দেবপ্রিয়   দেবমাতা    দেবব্রত      দেবসখা          দেবাঞ্জন

দেবাধিদেব   দৈত্যারি   দুরিতধ্বংস    দুঃখহর্তা        ধর্মাধার

ধর্মরাজ      ধর্মিষ্ঠ      ধর্মদাতা     ধর্মেশ          নিত্য

নির্মল       নির্ভয়      নির্দোষ       নির্মোহ       নির্জন

নির্গুণ      নিরঞ্জন     নিরাময়      নিরাধার    নির্বিকল্প

নিষ্কলঙ্ক    নিষ্পাপ     পরমেশ্বর


এই নামগুলি পাঠ করলে বা জপ করলে ভক্তের সমস্ত বাধা দূর হয় এবং সিদ্ধি লাভ হয়। গণেশের স্তোত্র (যেমন গণেশ সহস্রনাম বা গণেশ অথর্বশীর্ষ) পাঠ করলেও এই নামগুলি পাওয়া যায়।

Comments