কামাখ্যা মন্দির সম্পর্কে অজানা তথ্য ও পূজার সময়সূচি
আসামের গুয়াহাটীর নিকট নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির অবস্থিত। ভারতের বুকে যত পুণ্যময়স্থান আছে, তার মধ্যে মহাপীঠ কামাখ্যা একটি মহাপুণ্যময় স্থান। শাস্ত্রে বলা হয়েছে কামরূপ রাজ্যে এই মহাপীঠ অবস্থিত। প্রাচীনকাল থেকেই এটি কামরূপ রাজা ও বৈচিত্রময় দেশ বলে প্রচারিত। এটা কিন্তু মনগড়া কথা নয়, তন্ত্র এবং পুরাণাদিতেও এই দেশের উল্লেখ দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন কামরূপ দেশটি অসুরদের রাজ্য এবং ঐখানকার অধিবাসীরা-তন্ত্র-মন্ত্র, যাদুবিদ্যা ও বকর্মে সিদ্ধহস্ত। যেমন যটকর্ম বলতে আকর্ষণ, বশীকরণ, মোহন, স্তপ্তন, বিদ্বেষণ, উচাটন ও মারণাদি কর্মে অত্যন্ত পটু। এই সব বিদ্যা এখানকার মানুষের করতলগত হওয়ার ফলে তারা সহজেই যে কোন মানুষকে নিজের বশে রাখতে সম্ভব হয়। এখানে অনেকেই ডাকিনীবিদ্যা জানে। এই বিদ্যার সাহায্যে তারা এক জায়গার গাছ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে। এইসব অনেক লোক-প্রচলিত কথা এই দেশটির সম্বন্ধে শোনা যায়। তবে এইসব জনশ্রুতি মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখনও এই দেশের অনেকস্থানে এবং বহু প্রাচীন গ্রন্থে এর উল্লেখ দেখা যায়। তবে এই সব গ্রন্থ হস্তনির্মিত। কারণ সেইন্সময় ছাপার প্রচলন ছিল না। তাই তখনকার ...