কামদা একাদশী ব্রত মাহাত্ম্য ও ব্রত বিধি

কামদা একাদশী (Kamada Ekadashi) হল হিন্দু ধর্মাবলম্বীদের পালনীয় বিশেষ এক একাদশী ব্রত, যা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়ে থাকে। আবার এটি বাংলা বছরের প্রথম একাদশী হিসেবে বিবেচিত হয় এবং সাধারণত মার্চ-এপ্রিল মাসে পড়ে বাংলা মাসের চৈত্র মাসে হয়ে থাকে। কামদা একাদশীর মাহাত্ম্য: "কামদা" শব্দের সঠিক অর্থ হলো ইচ্ছা পূরণকারী। বিশ্বাস করা হয়, এই ব্রত পালনের মাধ্যমে ভক্তের সকল ধরনের সদ্ইচ্ছা পূর্ণ হয় ও তার সাথে সকল পাপ খয়প্রাপ্ত হতে থাকে। এটি সব একাদশীর মধ্যে বিশেষ, কারণ এটি যে কোনও ধরণের পাপ মোচনে এবং বিশেষ করে কামনা পূরণে সক্ষম বলে শাস্ত্রে উল্লেখ আছে। কামদা একাদশী 📖Table of content কামদা একাদশীর মাহাত্ম্য ২০২৫ সালে কামদা একাদশীর তারিখ: কামদা একাদশীর ব্রতের মন্ত্র কামদা একাদশীর উপাখ্যান কামদা একাদশী র করণীয় ও বর্জনীয় ব্রতের নিয়মাবলি: ব্রতের আগের দিন (দশমী) পবিত্রতা রক্ষা করে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। একাদশীতে উপবাস, ভগবান বিষ্ণুর পূজা, উপচারে অর্ঘ্য প্রদান, হরিনাম সংকীর্তন করা হয়। দ্বাদশীতে ব্রত সমাপন করে দান-ধ্যান ও অন্নগ্রহণ করা হয়। ২০২৫ ...