সকল হিন্দু দেবদেবীর মন্ত্র একসাথে | পূজার জন্য গুরুত্বপূর্ণ মন্ত্র

এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সকল মন্ত্র পাবেন। সকল হিন্দু দেবদেবীর মন্ত্র একসাথে। পূজার জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রগুলি বাংলা ভাষায় জানুন এবং আপনার আধ্যাত্মিক অনুশীলনকে সমৃদ্ধ করুন। সর্ব্ব দেবদেবীর মন্ত্রমালা নিত্যজপ, ধ্যান, স্তোত্রম, গায়ত্রী মন্ত্র ও বীজমন্ত্র (মন্ত্রের বঙ্গানুবাদ সহ) সম্পাদনায় অধ্যাপক মাখনলাল শাস্ত্রী ও পণ্ডিত লোকনাথ চক্রবর্ত্তী প্রাপ্তিস্থান-পতিত পাবন ১৮, বি শ্যামাচরণ দে ইতি প্ৰাক্ কথন “মন্ত্র’শব্দটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত। কিন্তু মন্ত্র কি? তার শক্তিই বা কতখানি? সে প্রশ্নের উত্তর বোধহয় আমাদের সকলের জানা নেই। বাংলা অভিধান অনুসারে আমরা জানতে পারি নিত্য কর্ম পদ্ধতি, দেবদেবীর পূজা আদি, বশীকরণ ইত্যাদি সম্পন্ন করার জন্য কিছু শব্দাবলী বা বাক্য সমূহ যাদের উচ্চারণের দ্বারা ঐ কর্ম সম্পূর্ণ হয় তাকেই বলা হয় মন্ত্র। সকল হিন্দু দেবদেবীর মন্ত্র অর্থাৎ মন্ত্র হলো এক মাধ্যম যার সঠিক এবং শ্রদ্ধাপূর্ণ উচ্চারণের সাহায্যে আমরা জাগতিক শান্তি লাভ করতে পারি, অর্জন করতে পারি এক পরমার্থিক তথা দৈব শক্তি এবং আমরা সাংসারিক জীবনে সুখ,শান্তি এবং স্বাচ্ছন্দ্যও লাভ করতে ...