হিন্দুধর্মের সকল ধর্মীয় আচার ও রীতিনীতি – বিস্তারিত তথ্য ও তাৎপর্য

হিন্দু ধর্মে বিভিন্ন রীতি, আচার ও অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় জীবনচর্চা প্রকাশ পায়। এগুলোর মাধ্যমে দৈনন্দিন জীবন, উৎসব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতিফলন ঘটে। হিন্দুধর্মীয় রীতি ও আচার অনুষ্ঠানগুলো শত শত বছর ধরে চলে আসা এক ঐতিহ্যের ধারাবাহিকতা। এগুলোর মধ্যে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক বিভিন্ন দিক জড়িয়ে আছে। নিম্নে কিছু প্রধান হিন্দু ধর্মীয় রীতি ও আচার নিচে দেওয়া হল: হিন্দু ধর্মের কিছু আচার ও অনুষ্ঠান হিন্দু ধর্মের কিছু আচার ও অনুষ্ঠান দৈনন্দিন আচার /নিত্য ক্রিয়া প্রাতঃক্রিয়া:সকালে ঘুম থেকে উঠে স্নান, সূর্য নমস্কার, ধ্যান ও প্রার্থনা করা। ঘরে বা মন্দিরে দেবদেবীর মূর্তি বা প্রতীকের সামনে দীপ, ধূপ, ফুল ও নৈবেদ্য নিবেদন। জব করতে হবে ওঁম্, গায়ত্রী মন্ত্র বা ইষ্টদেবতার মন্ত্র জপ করা। ভগবদ্গীতা বা বেদ পাঠ করতে হবে। হিন্দু ধর্মে মোট সংস্কার (১৬টি সংস্কার) হিন্দু ধর্মে জীবনচক্রের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ১৬টি সংস্কার (সংস্কার)পালন করা হয়,যার মধ্যে উল্লেখযোগ্য হলো: গর্ভাধান:সন্তান ধারণের পূর্বে অনুষ্ঠান। পুংসবন:গর্ভস্থ সন্তানের মঙ্গল ক...