উলুধ্বনি কেন দেওয়া হয়? জানুন এর ইতিহাস ও কারণ

আমাদের হিন্দু সমাজে বাঙালীদের বারো মাসে তেরো টি পূজা পার্বন হয়ে থাকে। উৎসব-অনুষ্ঠান বাঙালীর সভ্যতা জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সন্ধ্যাপূজা থেকে আরম্ভ করে যেকোনো পূজা পার্বণ তথা বিয়েবাড়ি সহ যেকোনো মাঙ্গলিক কর্মকান্ডে শঙ্খ, কাসর, ঘন্টা, ঢাক ইত্যাদির সাথে যেটা আমাদের কর্ণগোচর হয় তা হলো মহিলাদের সমবেত উলু ধ্বনি। এমনকি নজরুলের কবিতাতেও আমরা শুনি –“উলু দেয় পুরনারী”। তবে এককালে বাঙালী হিন্দুদের অন্যতম সনাতন উপাচার এখনকার আধুনিক সমাজের কাছে অনেকটাই উপেক্ষিত। অনেক মেয়েরাই ঠিক মতো উলু দিতে পারেন না, বিব্রত বোধ করেন। বাঙালী সংস্কৃতির সাথে শিকড়ের যোগের কথা ভুলে গিয়েছি আমরা নিজেদের অজান্তেই। তাই চলুন আজকে আমরা উল্লেখ করবো মেয়েরা ঠিক কোন কারণে উলুধ্বনি দেয় এবং এর নানা উপকারিতার কথা। 📖 এক নজরে দেখে নিন এই ব্লগ পোস্টে কি প্রশ্নের উত্তর পাবেন কিভাবে মর্তলোকে উলুধ্বনির প্রচলন শুরু হলো উলুধ্বনির ইতিহাস ও কারণ কখন কিভাবে কতবার উলুধ্বনি দেয়া হয় উলুধ্বনি কেন দেওয়া হয় উলুধ্বনির অর্থ কী? উলুধ্বনি কেন দেওয়া হয়? জানুন এর ইতিহাস ও কারণ আসুন জেনে নেই, উলুধ্বনির অর্...