হিন্দু ধর্মে আদি পিতা ও মাতার নাম

স্বয়ং ব্রহ্মা হলেন সনাতন /হিন্দু ধর্মের আদি পিতা এবং সতী দেবী সরস্বতী হলেন হিন্দু ধর্মের আদি মাতা। যদিও পিতা মনু ও মাতা শতরূপা সম্পর্কে নানান গ্রন্থে ও মানুষের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আসুন আমারা এসম্পর্কে জেনে রাখি। ব্রহ্মা সৃষ্টির প্রথম দেবতা এবং সতী তার শক্তি হিসেবে বিবেচিত। অন্যদিকে, মনু ও শতরূপা মানব জাতির আদি পিতা-মাতা হিসেবে পরিচিত। হিন্দু ধর্মের এই বিভিন্ন দিকের মাধ্যমে আদি সৃষ্টির কাহিনী এবং মানব সমাজের গঠন বোঝা যায়। সর্ব প্রথমে ধর্মীয় পুরান ও বেদ গ্রন্থ আদি পিতা ও মাতার পরিচয় সম্পর্কে কি আলোচনা করা হয়েছে সে সম্পর্কে জানতে হবে তাহলে সঠিক তথ্যটি আমরা খুঁজে পাবো। এখন আমরা জেনে নেব হিন্দু ধর্ম গ্রন্থে প্রাথমিকভাবে আদি পিতা মাতা হিসেবে কাদেরকে বিবেচিত করা হয় সে সম্পর্কে। তা নিম্নরুপ........ হিন্দু ধর্মে আদি পিতা ও মাতার ছবি হিন্দু ধর্মের আদি পিতা ও মাতা ....১. ব্রহ্মা ও সতী (বা দেবী সারস্বতী)ব্রহ্মা:ভূমিকা: ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা দেবতা, যিনি হিন্দু ধর্মের সৃষ্টির মূল দায়িত্ব পালন করে থসকেন। তিনি চারটি মাথা এবং চারটি হাত সহ পূজিত হন এবং সৃষ্টির প্রতি তার ভূম...