বেলপাতা কেন শিবের পূজায় ব্যবহার করা হয়? অজানা তথ্য!

শিব পূজায় বেল পাতার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহ্যগতভাবে মহাদেব শিবের আরাধনায় বেলপাতা বিশেষ একটি স্থান অধিকার করে রয়েছে। শিবের পছন্দের তালিকায় বেলপাতা বা বেল ফল 'পত্র' হিসেবে পরিচিত এবং এটি বিশেষভাবে ব্যবহৃত হয় শিব আরাধনা ও শিবপূজায়। বেলপাতা শিবের প্রিয় হওয়ার কারণ? বেলগাছের পৌরাণিক জন্মকথা লক্ষ্মীর মন বড় উচাটন হল বৈকুণ্ঠে সেদিন,কি যেন কারনে সেটা ঘটেছিল সেদিন লক্ষ্মীর । মনে ভয়ানক আক্ষেপ জাগল তাঁর, তিনি যে স্বামী নারায়ণের নিত্য সেবা, নৈমিত্তিক সাধনায় নিজেকে সমর্পণ করেছেন; তাতে বুঝতে পারেন যে, স্বামী তাঁকে ভালোবাসেন। কিন্তু ত্রিজগতের সমস্ত কিছুর উপরে তাঁকেই প্রিয় মনে করেন কিনা, তা তো তিনি বুঝতে পারেন না! যতই এই ভাবনা বুকের ভেতর উথাল-পাথাল হতে থাকল, ততই মনের মধ্যে অশান্তির জোয়ার বাড়তে লাগল। মনের সেই ওঠাপড়ার মধ্যে একসময় লক্ষ্মী এসে বসলেন স্বামীর পাশে, যিনি অনন্ত শয্যায় যোগনিদ্রিত ছিলেন। ধীরে ধীরে পদধ্বনি নিয়ে, তিনি স্বামীর পায়ের কাছে আসলেন। নিঃশব্দে শুরু করলেন পদসেবা, যেন সেই স্পর্শে তাঁর স্নেহ ও শ্রদ্ধা মিশে রয়েছে। নারায়ণ ধীরে ধীরে চোখ মেললেন, কোমল দৃষ্টিতে তাকালেন লক্ষ্মী...